ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
জয়পুরহাটে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

জয়পুরহাট: জয়পুরহাটে কাল বৈশাখী ঝড়ে ইরি-বোরো ধানসহ গাছপালা ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) রাত সোয়া ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এক টানা ঝড় হয়।

এ ঝড়ে ফসলের মাঠে ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার প্রত্যেকটি মাঠের ধান মাটিতে শুয়ে পড়েছে। এতে ঈদ পরবর্তী সময়ে ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছেন কৃষকরা।

এছাড়া কলা গাছসহ বিভিন্ন ধরনের গাছ ও ফলের বাগান তছনছ হয়ে গেছে। ঝড়ের পর থেকে এখন পর্যন্ত (শনিবার সকাল) গ্রাম অঞ্চলে পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বাংলাদেশ সময়: ১০২১ ঘন্টা, এপ্রিল ৩০, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।