ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাবেক অর্থমন্ত্রী মুহিতের মৃত্যুতে সিসিক মেয়রের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
সাবেক অর্থমন্ত্রী মুহিতের মৃত্যুতে সিসিক মেয়রের শোক মেয়র আরিফুল হক চৌধুরী (ফাইল ছবি)

সিলেট: বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য সিলেটের কৃতি সন্তান আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

এক শোক বার্তায় সিসিক মেয়র মরহুমের রোহের মাগফেরা কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

শুক্রবার (২৯ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টা ৫০ মিনিটে আবদুল মুহিতকে অসুস্থ অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।  

ভাষা সংগ্রামী আবুল মাল আবদুল মুহিত ছিলেন খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিক, লেখক ও পরিবেশকর্মী। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।  

>> সাবেক অর্থমন্ত্রী আবদুল মুহিত আর নেই
>> আবদুল মুহিতের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
>> আবদুল মুহিতের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক
>> বর্ণাঢ্য জীবনী: এক কিংবদন্তির নাম আবুল মাল আবদুল মুহিত

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।