ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
রায়পুরায় ট্রেনে কাটা পড়ে ২ শিশুর মৃত্যু ফাইল ছবি

নরসিংদী: নরসিংদীয় রায়পুরায় ট্রেনে কাটা পড়ে দুইটি শিশুর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার পলাশতলী ইউনিয়নের সাহাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার পলাশতলী ইউনিয়নের সাহাপুর গ্রামের দীন ইসলামের ছেলে জোবায়েদ মিয়া (১১) ও শেরপুর কান্দাপাড়া এলাকার কাউসার আহমেদের ছেলে সিয়াম আহমেদ আতিকুল (১০)। শিশু দুইটি সাহাপুরে তার নানীর বাড়ি থাকতো।

জানা গেছে, সকালে খেলতে খেলতে সাহাপুর এলাকায় রেল লাইনের পাশে যায় জোবায়েদ ও আতিকুল। পরে চট্টগ্রাম অভিমুখী একটি কন্টেইনার ট্রেন এলে শিশু দুইটি পাশের রেল লাইনে গিয়ে দাঁড়িয়ে তা দেখছিল। এ সময় পাশের রেল লাইন দিয়ে ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ ।

নরসিংদী রেলওয়ে পুলিশের পরিদর্শক (ইনচার্জ) ইমায়েদুল জাহেদী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুইটি হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।