ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

ইন্দুরকানীতে দগ্ধ হয়ে চিকিৎসাধীন গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
ইন্দুরকানীতে দগ্ধ হয়ে চিকিৎসাধীন গৃহবধূর মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাফসা বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৬ এপ্রিল) দিনগত ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া গ্রামের ফারুক হাওলাদারের স্ত্রী।

হাফসার বাবা মোসলেম বয়াতি জানান, গত ২২ এপ্রিল রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন মেয়ে হাফসা ও জামাতা। পরে রাত সাড়ে ১১টার দিকে খাটের পাশে জ্বালিয়ে রাখা
মশার কয়েল থেকে মশারিতে আগুন লাগে। ওই আগুনে তার গায়ের জামা ও ওড়নায় লেগে
তিনি দগ্ধ হন। তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিনগত রাতে তার মৃত্য হয়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বাংলানিউজকে জানান, এমন কোনো তথ্য আমার জানা নাই। বিষয়টি খোঁজ নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।