ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ রাজধানীর উত্তরায় পোশাকশ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ -ছবি সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তরার জসিমউদ্দিন রোড এলাকায় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। ঘটনাস্থলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা অবস্থান করছেন।

সোমবার (২৫ এপ্রিল) দুপুর  সোয়া ১টার দিকে এই তথ্য নিশ্চিত করেন উত্তরা পূর্ব থানার ডিউটি অফিসার মেবিন কিবরিয়া।

তিনি জানান, পোশাকশ্রমিকরা উত্তরা পূর্ব থানার সামনে জসিমউদ্দিন রোড এলাকায় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অবস্থান করেছেন। এই কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। ঘটনাস্থলে থানা পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন।
তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ২৫ এপ্রিল, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।