ঢাকা, মঙ্গলবার, ৫ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

জাতীয়

বিমানবন্দর থেকে ফেনীর ডাকাত সর্দার বাবুল গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
বিমানবন্দর থেকে ফেনীর ডাকাত সর্দার বাবুল গ্রেফতার

ফেনী: হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ফেনীর ডাকাত সর্দার নুর ইসলাম বাবুলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ এপ্রিল) ভোর রাতে বিদেশে পালানোর সময় তাকে গ্রেফতার করে সোনাগাজী মডেল থানা পুলিশের সদস্যরা।

বাবুল সোনাগাজী উপজেলার উত্তর চরসাহাভিকারী গ্রামের বজলুল হকের ছেলে।

পুলিশ জানায়, ডাকাত সর্দার বাবুল হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে দেশের বাইরে পালিয়ে যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে সোনাগাজী মডেল থানার এসআই নন্দন ও মাহবুব বিমান বন্দরে গিয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করেছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ খালেদ হোসেন দাইয়ান জানান, গ্রেফতারকৃত ডাকাত সর্দার বাবুলের বিরুদ্ধে অন্তত ৫টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। তাকে বিমানবন্দর থেকে ফেনীতে এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
এমএইচডি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।