ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সরাইলে পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
সরাইলে পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে থানা অভ্যন্তরে পুলিশ হেফাজতে নজির আহমেদ (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

তিনি সরাইল গ্রামের ওবায়দুল্লাহ্ ছেলে। তার পরিবারের সদস্যরা এটি রহস্যজনক হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। অন্যদিকে পুলিশ বলছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে নজির আহমেদের বাড়িতে চুরি হওয়ার সময় এক চোরকে আটক করা হয়। এ সময় পিটুনিতে চোর আহত হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে নজির আহমেদসহ চোরকে আটক করে থানায় নিয়ে আসে। থানার মধ্যে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ব্যবসায়ী নজির আহমেদ মারা যান।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, তিনি বুকের ব্যথায় অসুস্থ বোধ করলে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতেই তার মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।