ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাসিরনগরে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ২০০ হেক্টর জমির ধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
নাসিরনগরে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ২০০ হেক্টর জমির ধান

ব্রাহ্মণবাড়িয়া: আবারও পাহাড়ি ঢলে হাওর বেষ্টিত অঞ্চল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অন্তত ২০০ হেক্টর ধানি জমি পানিতে তলিয়ে গেছে।  

গত তিনদিন ধরে নদ-নদীর পানি বাড়ার ফলে নাসিরনগর সদর, ভলাকুট, বুড়িশ্বর, গোয়ালনগর, পূর্বভাগসহ অন্তত ৬টি ইউনিয়নের হাওর এলাকার জমিগুলো পানিতে তলিয়ে যায়।

 

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুনামগঞ্জ থেকে নেমে আসা ঢলে নাসিরনগরের নদ-নদীগুলোতে অন্তত ২ ফুট পানি বেড়েছে। এতে করে নদী ও বিল এলাকা সংলগ্ন জমিগুলো তলিয়ে গেছে। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক।

কৃষকরা জানিয়েছেন, অন্তত ২০০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। ফলে পানিতে তলিয়ে যাওয়া আধা পাকা ধানই কেটে ফেলছেন। এতে আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেক কৃষক ঋণ নিয়ে জমিতে ধান চাষ করেছিলেন। এখন ঋণ শোধ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক বলেন, পানিতে তলিয়ে যাওয়ার জমির পরিমাণ ৪০ হেক্টরের বেশি হবে না। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরিতে কাজ চলছে।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।