ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঢাকা নিউমার্কেট বন্ধ রাখার দাবি গোলাম রাব্বানীর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
ঢাকা নিউমার্কেট বন্ধ রাখার দাবি গোলাম রাব্বানীর গোলাম রাব্বানী -ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের কারণে আসন্ন ঈদে নিউমার্কেট বন্ধ রাখার দাবি জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। মঙ্গলবার (১৯ এপ্রিল) সংঘর্ষ চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এ দাবি জানান।

রাব্বানী লিখেছেন, ‘ঢাকার নিউমার্কেট, চন্দ্রিমা, গাউছিয়া এলাকার অধিকাংশ ব্যবসায়ী ও তাদের অল্পবয়সী স্টাফরা অভদ্র অশালীন, বাজে ব্যবহার করেন ক্রেতাদের সাথে। ১০০ টাকার জিনিস ১০০০ টাকা বলে আপনাকে দাম বলিয়ে ছাড়বে, পণ্য না নিলে মেয়েদের ইভটিজিং, ছেলেদের অপমানজনক কথা বলে উত্যক্ত করবে, কেনার জন্য বিভিন্নভাবে ব্লাকমেইল করে। দোকানদার ও মালিক সমিতির কিছু সংঘবদ্ধ মাস্তান টাইপের লোকের মাধ্যমে এসব করে বেড়ায়। বিগত একযুগে এই সংক্রান্ত অসংখ্য অভিযোগ নিয়ে বিচার সালিশ মীমাংসা করতে হয়েছে!’
তিনি আরও লিখেছেন, ‘আর আইনশৃংখলা বাহিনীর সদস্য ও বড় নেতারা তাদের এসব অন্যায় আচরণ প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে বেশ উদারপন্থা অবলম্বন করেন। ’

‘এদের বাধ্যতামূলক কাউন্সেলিং করিয়ে আচার-ব্যবহার, শালীনতা-ভদ্রতা, ভোক্তা অধিকার প্রভৃতি বিষয় শেখানো এবং মানতে বাধ্য করা অত্যন্ত জরুরি, অন্যথায় ব্যবসায়িক লাইসেন্স বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা! ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মহোদয় এই উদ্যোগটা নিলে খুব ভালো হয়। আর এর একটা বিহিত হওয়ার আগ পর্যন্ত এবারের ঈদে নিউমার্কেট বন্ধ থাকুক। ’

‘গতরাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া চরম অন্যায়ের সুষ্ঠু বিচার কামনা করছি। ’

‘আর নিউমার্কেট থানা যুবদলের আহ্বায়ক মো. আমীর হোসেন গত রাতে রেফারির ভূমিকা পালন করার মতো এতটা পাওয়ারফুল?’

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, এপ্রিল ১৯ ,২০২২
এসকেবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।