ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল: রেলমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল: রেলমন্ত্রী

ঢাকা: পূর্ব নির্ধারিত মাইলেজ বা ভাতা বাতিল করে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।  

বুধবার (১৩ এপ্রিল) দুপুর ১২ টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে তিনি একথা জানান।

রানিং স্টাফরা অতিরিক্ত বেতন-ভাতা পেয়ে এলেও গত দুই বছর ধরে তা দিতে গড়িমসি করা হচ্ছে। রেল সচিব  এ বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তা না মেনে অতিরিক্ত ভাতা বাতিল করে মঙ্গলবার (১২ এপ্রিল) অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাই রানিং স্টাফরা ট্রেন চালানো বন্ধ রেখেছেন।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২ 
এমএমআই/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।