ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

শাহবাগে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২২
শাহবাগে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

ঢাকা: রাজধানীর শাহবাগ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগ। গ্রেফতাররা হলেন—মিন্টু মিয়া ওরফে বিদ্যুৎ, মো. মাসুদ, তাজুল ইসলাম মামুন, মো. সবুজ ও মো. জীবন।

শুক্রবার শাহবাগ থানাধীন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩টি স্টিলের ফোল্ডিং চাকু জব্দ করা হয়েছে।

গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান জানান, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউচের গেটের পশ্চিম পাশে পাবলিক টয়লেটের সামনে কতিপয় লোক ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মিন্টু, মাসুদ, তাজুল, সবুজ ও জীবনকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২২
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।