ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঈদে যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিতে হাইওয়ে পুলিশের সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
ঈদে যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিতে হাইওয়ে পুলিশের সভা

সিরাজগঞ্জ: আসন্ন ঈদুল ফিতরের আগে ও পরে যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিতে এলেঙ্গা-রংপুর চারলেন বাস্তবায়নে নিয়োজিত সাসেক-২ প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা করেছে হাইওয়ে পুলিশ।  

শনিবার (২ এপ্রিল) সকালে হাটিকুমরুল গোল চত্বর এলাকায় ফুড ভিলেজ প্লাস হোটেলে হাটিকুমরুল হাইওয়ে থানার আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওয়নের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন। অন্যান্যদের মধ্যে বগুড়া হাইওয়ে রিজিওয়নের সহকারী পুলিশ সুপার হরেশ্বর রায়, সাসেক-২ প্রকল্পের পরিচালক আহসান মাসুদ বাপ্পী, সড়ক বিভাগ সিরাজগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠান হেগো মীর আকতার লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক এখলাস উদ্দিন, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান, টি আই রফিকুল ইসলাম ও সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাকারিয়া হোসেন।

এ সময় হাইওয়ে পুলিশ সুপার শাহাবুদ্দীন মুনশী বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে মহাসড়কে হাইওয়ে পুলিশ বিশেষ ভূমিকা পালন করবে। তিনি মহাসড়কের যানজটের কারণগুলো চিহ্নিত করে পুলিশ ও সাসেক কর্মকর্তাদের অতি দ্রুত সড়ক মেরামতের নির্দেশ দেন।

সাসেক-২ এর প্রকল্প পরিচালক আহসান মাসুদ বাপ্পি বলেন, বঙ্গবন্ধু সেতু থেকে ধোপাকান্দি পর্যন্ত মহাসড়কে ছয়লেনের কাজ চলমান রয়েছে৷ মহাসড়কে কাজ চলমান থাকায় কিছুদিন থেমে থেমে যানজট ছিল। বর্তমানে মহাসড়কে যানজট নেই। গত ঈদে নির্মাণাধীন নলকা সেতুর কারণে এক লেনে গাড়ি চলাচল করায় যানজটের সৃষ্টি হয়েছিল। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে রমজানের মাঝামাঝি সময়ে নলকা সেতু যানবাহন চলাচলের উপযোগী হবে। নলকা সেতু নির্মাণ শেষ হলে মহাসড়কে যানজট সৃষ্টি হবে না। এবারের ঈদুল ফিতরে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে। মহাসড়কে যানজট সৃষ্টি হবে না বলে তিনি জানান।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।