ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

ধরলায় মিললো নিখোঁজ কৃষকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
ধরলায় মিললো নিখোঁজ কৃষকের মরদেহ

কুড়িগ্রাম: চরে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদী থেকে আজগার আলী (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার (০২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ধরলা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 মৃত আজগার আলী কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের বাসিন্দা।  

নিহতের ছেলে আজিজুল হক জানায়, তার বাবা গত বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে গরুকে ঘাস খাওয়াতে বাড়ি থেকে বের হয়। পরে গরু বাড়িতে এলেও রাত অবধি আমার বাবা বাড়ি ফিরে আসেননি। পরে জানতে পারি চরের কিছু লোকজন বাবাকে মারধর করেছেন। এ বিষয় থানায় অভিযোগ করলে দুইজনকে আটক করেছে পুলিশ।
 
শনিবার দুপুরে স্থানীয়রা নদীতে আজগার আলীর মরদেহ দেখতে পেয়ে বাড়িতে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ধরলা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২২
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।