ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

পদ্মায় ভাসছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
পদ্মায় ভাসছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

রাজশাহী: রাজশাহীর পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে মহানগরীর বড়কুঠি ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃতের বয়স আনুমানিক বয়স ৩৫ বছর হবে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

রাজশাহী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চার থেকে পাঁচদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহটি অন্য কোথাও থেকে নদীতে ভেসে এসেছে। তার মুখে দাঁড়ি আছে। পরনে ছিল গাঢ় নীল রঙের পাঞ্জাবি, সাদা স্যান্ডো গেঞ্জি এবং কালো রঙের প্যান্ট।

ওসি বলেন, মরদেহ উদ্ধারের আগে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাতে দেখা গেছে- মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, নির্যাতনের পর দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ নদীতে ডুবিয়ে দিয়েছিল। পরে মরদেহ ভেসে ওঠে এবং ভাসতে ভাসতে এখানে আসে।

ওই ব্যক্তির মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
এসএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।