ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

ইউক্রেন ইস্যুতে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
ইউক্রেন ইস্যুতে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র ছবি: ডি এইচ বাদল

ঢাকা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড দু’দেশের মধ্যে সংলাপে বিষয়টি উত্থাপন করেন।

ঢাকা-ওয়াশিংটনের মধ্যে অংশীদারি সংলাপ রোববার (২০ মার্চ) ঢাকায় অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সংলাপে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাস্তবতায় গণতন্ত্র ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের হুমকি মোকাবিলায় বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।

সংলাপ শেষে ভিক্টোরিয়া নুল্যান্ড সাংবাদিকদের বলেন, ইউক্রেনে অন্যায্যভাবে সামরিক আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র ও আমাদের সহযোগীরা এ বিষয়ে মাসের পর মাস ধরে রাশিয়াকে আলোচনার টেবিলে বসে সমাধানের আহ্বান জানিয়েছি। তবে রাশিয়া সেটা না মেনে ইউক্রেনে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। শান্তি ও স্থিতিশীল বিশ্ব গড়তে আমরা সবাই এ ইস্যুতে পাশে চাই।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সামরিক সহযোগিতা বাড়াতে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট-জিসোমিয়ার খসড়া বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

রোববার ঢাকায় আয়োজিত এ সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

২০১২ সালের ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওয়াশিংটনে প্রথম অংশীদারি সংলাপ অনুষ্ঠিত হয়। তারপর থেকে প্রতিবছর একবার ঢাকা পরের বার ওয়াশিংটনে এ সংলাপের আয়োজন করা হয়। তবে করোনার কারণে গত দুই বছর এ সংলাপ অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ ২০১৯ সালের জুন মাসে ঢাকায় অংশীদারি সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।