ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

নদীতে ডুবে ২ বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
নদীতে ডুবে ২ বোনের মৃত্যু

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদী দেখতে গিয়ে নদীতে পড়ে গিয়ে দুই বোনের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার ঘনশ্যামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তারা রানীশংকৈল উপজেলার ঘনশ্যামপুর গ্রামে শাহজাহান আলী মেয়ে সানজিদা আক্তার (১২) ও সুমনা আক্তার (৬)। শাহাজান আলী ঢাকায় পরিবার নিয়ে থাকেন। গ্রামে এসে তারা অন্য শিশুদের সঙ্গে কুলিক নদী দেখতে গিয়েছিল।

জানা যায়, অন্য শিশুদের সঙ্গে তারা কুলিক নদী দেখতে যায়। প্রথমে পা পিছলে ছোটো বোন নদীতে পড়ে যায়। তখন বড়বোন তাকে বাঁচাতে গিয়ে সেও নদীতে ডুবে যায়। এরপর তাদের সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে মৃত শিশুদেরে চাচা তাদের মরদেহ নদী থেকে উদ্ধার করেন।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এস জাহিদ ইকবাল বলেন, কিছুদিন আগে ঢাকা থেকে দাদির সঙ্গে গ্রামে বেড়াতে আসে দুই বোন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।