ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাংলাদেশ-ভারত সুসম্পর্ক আরও বাড়াতে গুরুত্ব আ. লীগ-বিজেপির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
বাংলাদেশ-ভারত সুসম্পর্ক আরও বাড়াতে গুরুত্ব আ. লীগ-বিজেপির

ঢাকা: বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক সুসম্পর্ক ভবিষ্যতে আরও জোরদারে গুরুত্বারোপ করেছে দুই দেশের ক্ষমতাসীন দলের নেতারা। ঢাকা সফররত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বৈদেশিক বিষয়ক বিভাগের ইনচার্জ  ড. বিজয় চাতওয়ালার সঙ্গে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের বৈঠকে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয় ৷

সোমবার (১৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফরউল্লাহ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং ঢকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

বৈঠকে আওয়ামী লীগ ও বিজেপির মধ্যে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক সুসম্পর্ক ভবিষ্যতে  আরও জোরদারে গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সময় ১৬০১ ঘন্টা, মার্চ ১৪, ২০২২
এসকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।