ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

রামপালে জেলের জালে কুমির, সুন্দরবনে অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
রামপালে জেলের জালে কুমির, সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলার বগুড়া খালে জেলের জালে একটি কুমির ধরা পড়েছে।

শুক্রবার (১১ মার্চ) বিকেলে মাছ ধরতে গেলে ওই জেলের জালে কুমিরটি ধরা পড়ে।

পরে সন্ধ্যার দিকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের ফোন পেয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের সদস্যরা লোকালয় থেকে কুমিরটি উদ্ধার করে। এরপর সেটি বনে অবমুক্ত করা হয়।

সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, কুমিরটি ধরা পড়ার পর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার তালুকদার আমাকে ফোনে বিষয়টি জানান। তাৎক্ষণিকভাবে বনরক্ষীদের নিয়ে আমি কুমিরটি উদ্ধার করি।  কুমিরটিকে করমজল সংলগ্ন বনে মুক্ত করা হয়েছে।

আজাদ কবির আরও বলেন, কুমিরটি ৪ ফুট লম্বা, বয়স আনুমানিক ৭ থেকে ৮ বছর হবে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।