ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

বরিশালে কৃষক দলের বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
বরিশালে কৃষক দলের বিক্ষোভ সমাবেশ বরিশালে কৃষক দলের বিক্ষোভ সমাবেশ।

বরিশাল: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দূর্নীতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে কৃষক দল।

শুক্রবার (১১ মার্চ) বরিশালের সদররোডে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে উত্তর ও দক্ষিণ জেলা কৃষক দল।

বরিশাল জেলা (দক্ষিণ) আহ্বায়ক এইচ.এম মহসিন আলমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব সফিউল আলম সাফরুল, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন তালুকদার, বরিশাল মহানগর আহ্বায়ক আব্দুর রসিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মেজবা সালেকিন জামিল, বরিশাল উত্তর জেলা আহ্বায়ক ননি মো. জামাল হোসেন প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, ভোটার বিহীন সরকার দেশটাকে পুলিশি রাজ্যে পরিণত করেছে। আজ তারা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে।

এর আগে জেলা (দক্ষিণ) এইচ.এম মহসিন আলম আগরপুর রোড থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসেন।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।