ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

তেলের দাম বেশি রাখায় লোহাগড়ায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
তেলের দাম বেশি রাখায় লোহাগড়ায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

নড়াইল: নড়াইলের লোহাগড়া বাজারে সয়াবিন তেল বেশি দামে বিক্রি করায় ৯ ব্যবসায়ীকে ১ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে লোহাগড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নড়াইলের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ এবং নড়াইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার বাজারে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অপারাধে বাজারের ৯ ব্যবসায়ীকে ১ লাখ ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় সকল ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন করে পণ্য বিক্রি করার জন্য নির্দেশনা দেন তারা।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।