ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

খেজুরের রস পান করে ৬ জন হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
খেজুরের রস পান করে ৬ জন হাসপাতালে

মেহেরপুর: মেহেরপুরে খেজুরের রস পান করে দুই পরিবারের ৬ জন অসুস্থ হয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

বুধবার (৯ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে এসব রোগীরা হাসপাতালে ভর্তি হন।

এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর।

অসুস্থরা হলেন- গাংনী পৌর শহরের ৮ নং ওয়ার্ড থানা পাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে রাকিবুল ইসলাম (৪০), খোদা বকসের ছেলে সাহারুল ইসলাম, (৪৫) তার স্ত্রী আয়েশা খাতুন (৩০), মেয়ে কেয়া খাতুন (১৬), হাফিজুল ইসলামের স্ত্রী রেকসোনা খাতুন (৩২) ও ছেলে আবিদ হোসেন (১৫)।

এ বিষয়ে জানতে চাইলে অসুস্থ সাহারুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে প্রতিবেশী আনারুল ইসলামের কাছে থেকে খেজুরের রস কিনে আমরা দুই পরিবারের সবাই পান করি। মধ্যরাত থেকে পাতলা পায়খানা ও বমি হওয়া শুরু হয়। পরে হাসপাতালে ভর্তি হতে শুরু করি আমরা।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক পাপড়ি জানান, বর্তমানে সবাই সুস্থ আছেন। তবে তাদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।