ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

এনআইডি সংক্রান্ত আবেদন দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
এনআইডি সংক্রান্ত আবেদন দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ

ঢাকা: জাতীয় পরিচয়পত্র সংশোধন, এলাকা পরিবর্তন ইত্যাদি সংক্রান্ত আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় এমন নির্দেশনা দেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

নির্দেশনা চিঠি থেকে জানা গেছে, আঞ্চলিক, জেলা, থানা বা উপজেলা পর্যায়ে যেসব আবেদন পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে, তা দ্রুত নিষ্পত্তি করে প্রতিবেদন পাঠাতে বলেছে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় সকল মাঠ কার্যালয়েই রয়েছে শত শত আবেদন। এক্ষেত্রে এনআইডি সংশোধন, এলাকা পরিবর্তন, কার্ড হারানোয় নতুন কার্ড উত্তোলন ইত্যাদি যাচাই সংক্রান্ত আবেদনগুলো ঝুলে রয়েছে।

তবে মাঠ কর্মকর্তারা বলছেন, সারাদেশে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এনআইডি সেবা বিঘ্নিত হয়েছে। এখন সেসব নির্বাচন শেষ হয়ে যাওয়ায়, ফের কাজে গতি ফিরে পাচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
ইইউডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।