ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

বংশী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
বংশী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ বংশী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ।

সাভার (ঢাকা): সাভার পৌরসভা এলাকায় নদীর তীরে অবৈধভাবে গড়ে উঠা কয়েকটি স্থাপনা ভেঙে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর এলাকার থানা ঘাট সংলগ্ন বংশী নদীর তীরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।

মাজহারুল ইসলাম জানান, দুপুরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলীম নামে এক ব্যক্তির বাড়িসহ নদী দখল করে গড়ে উঠা কয়েকটি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
এসএফ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।