ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ৯ বাড়ি ভস্মীভূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ৯ বাড়ি ভস্মীভূত

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ৯টি ঘর ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিয়ামতপুর জুম্মাপাড়ায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই এলাকার মৃত. ছলিমুদ্দিনের ছেলে মমতাজ উদ্দিনের বাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই প্রতিবেশী আব্দুল মিস্ত্রির ছেলে আব্দুল জব্বার, আব্বাস আলী, হাসান আলী ও জাহেদা খাতুনের ঘরসহ ৯টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে পরিবারগুলোর গবাদি পশু, ধান, চাল, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে যায়। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষাধিক টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা খুরশিদ আলম বলেন, প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।