ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

পিরোজপুরে যুবলীগ কর্মীর কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
পিরোজপুরে যুবলীগ কর্মীর কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় গ্রেফতার ৪

পিরোজপুর: পিরোজপুরে নাদিম শেখ নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।   

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান ওই গ্রেফতারের তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা গ্রামের মৃত ওহাব আলী শেখের ছেলে মো. সাইদ শেখ (৪২), মো. হাফিজ শেখ (৪০), মো. সহিদ শেখ (৪৮), মজিবর শেখের ছেলে মো. মনির শেখ (৪০)।

থানা সূত্র জানান, স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরে ওই যুবলীগ কর্মীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করেন প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার পর থেকে হামলাকারীরা পালিয়ে ছিল। বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে তাদের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। সকালে তাদের আদালতে পাঠিয়ে সাতদিনের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি বেলা ১১টার দিকে জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা এলাকায়  নাদিম শেখ নামের এক যুবককে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনা ঘটে। এ সময় উত্তর কদমতলা এলাকার আব্দুর রহিম শেখের ছেলে মাসুদ শেখ আহত হন।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।