ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ১০

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত দলের ১০ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে ডিবি লালবাগ বিভাগের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে সাতটি ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- আনোয়ার হোসেন, অনিক মিয়া, নুর হোসেন, সাগর, সাব্বির ওরফে বাপ্পি, মিজানুর রহমান ওরফে ফান্টু মিজান, রফিকুল ইসলাম ওরফে বাবা রফিক ওরফে রবিন, সজল চৌধুরী, শাহজালাল ওরফে হেলাল ও সুমন।

ডিবি লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. ফজলুর রহমান, আটকরা রাজধানীর বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তারা সড়কে পথচারীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতেন।

আটকদের নামে মোহাম্মদপুর ও হাজারীবাগ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।