ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

খুলনায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন সাজা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
খুলনায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন সাজা নাসিমা আক্তার

খুলনা: খুলনায় মাদক মামলায় নাসিমা আক্তার নামে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসা‌মি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার অতি‌রিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদাল‌তের বিচারক মো. আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা ক‌রেন।

একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর‌দি‌কে একই আইনের অন্য ধারায় আসামিকে তিন বছ‌রের সশ্রম কারাদণ্ডসহ এক হাজার টাকা জ‌রিমানা ও অনাদা‌য়ে আরও এক মা‌সের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে।

আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, ২০১৫ সা‌লের ৮ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে দা‌কোপ থানাধীন চালনা বাজারের এক‌টি বা‌ড়ি‌তে অভিযান চালায়। অভিযানে ওই বা‌ড়ির দ্বিতীয় তলার ব‌সিন্দা না‌সিমা আক্তা‌রের ঘর তল্লাশি ক‌রলে ৩০ গ্রাম হে‌রোইন ও ২৪ বোতল ফে‌ন্সি‌ডিল পাওয়া যায়।

এ ঘটনায় ওই দিন মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদর দ‌ক্ষিণ সা‌র্কেলের প‌রিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম বাদী হ‌য়ে না‌সিমা‌কে আসা‌মি ক‌রে মাদক আই‌নে মামলা ক‌রেন। একই বছ‌রের ১৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা প‌রিদর্শক সিরাজুল ইসলাম তা‌কে আসা‌মি ক‌রে আদাল‌তে  অভিযোগপত্র দা‌খিল ক‌রেন।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২ , ২০২২
এমআরএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।