ফরিদপুর: ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল যেন এখন গরু চরানোর আবাসস্থলে রূপ নিয়েছে। হাসপাতালটির চারপাশে সীমানা প্রাচীর থাকলেও কিভাবে গরু ভিতরে ঢুকে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
হাসপাতালটিতে আগত রোগী ও স্বজনদের ময়লা আবর্জনার স্তুপ হাসপাতালটির করিডোরের যেখানে-সেখান চোখে পড়লেও ফেলানোর বালাই নেই। এছাড়া ডাস্টবিনের ময়লা-আবর্জনা যেখানে-সেখানে রাখা হচ্ছে। আর এই ময়লা আবর্জনা খেতে বাইরের গরুগুলো ভিতরে প্রবেশ করছে কোনো বাধা ছাড়াই।
এ হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক ব্যক্তি জানান, এ হাসপাতালটিতে একাধিক দারোয়ান থাকলেও নিয়মিত গেটে দায়িত্ব না পালন করায় নির্বিঘ্নে হরহামেশাই ঢুকতে পারছে গরুগুলো। এতো বড় একটি হাসপাতালে গরু ঢোকায় বিস্ময় প্রকাশ করেন অনেকেই।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান বাংলানিউজকে বলেন, আপনি যেটা বলছেন সেটা পুরোপুরি সত্য নয়। তবে মাঝে মধ্যে দু-একটা ঢুকে পড়লে তা তাড়িয়ে দেওয়া হয়। এখানে গরু-ছাগল ঢোকার সুযোগ নেই।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
এনটি