ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় দুই বিদেশি অস্ত্র-গুলিসহ আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
খুলনায় দুই বিদেশি অস্ত্র-গুলিসহ আটক ১

খুলনা: একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও ১১ রাউন্ড গুলিসহ খুলনায় এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বয়রা মহিলা কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়ার পর ওই যুবক জ্ঞান হরিয়ে ফেলেন। তাৎক্ষনিক তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজওয়ান জানান, বয়রা এলাকায় ডিউটি করার সময় মাগরিবের পর পরই একটি ফাঁকা গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় জনতা ওই যুবককে অস্ত্রসহ আটক করে রাখে। সেখান থেকে বিদেশি একটি পিস্তল ও একটি রিভলবার এবং ১১ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি দেখে জ্ঞান হরিয়ে ফেলেন ওই যুবক। জ্ঞান ফিরলে তার সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০২২
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।