ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে শিশুদের শীতবস্ত্র ও সুরক্ষা সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
কুড়িগ্রামে শিশুদের শীতবস্ত্র ও সুরক্ষা সামগ্রী বিতরণ কুড়িগ্রামে শিশুদের শীতবস্ত্র ও সুরক্ষা সামগ্রী বিতরণ।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চরাঞ্চলের বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিশু শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র হিসেবে সোয়েটার, কম্বলসহ করোনা প্রতিরোধে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদী তীরবর্তী চর এলাকার শহীদ ক্যাপ্টেন বাশার স্কুল প্রাঙ্গণে এই উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

বেসরকারি উন্নয়ন সংগঠন মুসলিম এইডের সহায়তায় উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন মুসলিম এইড ইউকের প্রোগ্রাম কোঅরডিনেটর খন্দকার আব্দুল কাদের রাজু, প্রকল্প পরিচালক সুভাষ সরকার, সিনিয়র অফিসার শাহ ওয়ালিউল্লাহ।

উদ্যোক্তারা জানান, ধরলা ও ব্রহ্মুপত্রের প্রায় দেড় হাজার শিক্ষার্থী শিশুকে শীতবস্ত্র, ১টি হুডি, ক্যাপ, মোজা, ভ্যসলিন, মাস্ক, সাবান, স্যানিটারি ন্যাপকিন, ডিটারজেন্ট, হেক্সিসল দেওয়া হয়। এছাড়াও নদী তীরবর্তী ৩৪০ পরিবারকে শীতকালীন ও কোভিড-১৯ প্রতিরোধ প্যাকেজসহ ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এফইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।