বরিশাল: বরিশাল নগরের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা কালামকে ধর্ষণ মামলায় গ্রেফতারের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ওয়ার্ড কাউন্সিলরের ভাই কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন মোল্লা লিটন হুমকি দিচ্ছেন সাংবাদিকদের।
শনিবার (১৫ জানুয়ারি) প্রকাশ্য আদালতে তার ভাই কালাম মোল্লা সাংবাদিকদের হুমকি দেওয়ার পর ওই দিন রাতেই আরও কয়েকজন সাংবাদিককে মোবাইলে কল দিয়ে গালাগাল ও মামলায় ফাঁসানোর হুমকি দেয় লিটন মোল্লা।
এই ঘটনায় রোববার (১৬ জানুয়ারি) দুপুরে বরিশাল কোতয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্থানীয় দৈনিক দেশ জনপদের নির্বাহী সম্পাদক ও ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডট কমের বরিশাল প্রতিনিধি এস এন পলাশ।
পলাশ বলেন, শনিবার রাতে প্রথমে অপরিচিত নম্বর দিয়ে কালাম মোল্লার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় হুমকি দেয় লিটন মোল্লা। পরে নিজের নম্বর থেকে কল দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে মামলায় ফাঁসানোর হুমকি দেয়। এসময় আমি যেনো সাংবাদিকতা না করতে পারি এর জন্য ১০ লাখ টাকা বিনিয়োগ করেছেন বলেও জানায় তিনি। এরপর থেকেই আমি আতংকিত হয়ে পড়েছি।
এদিকে রোববার সকাল থেকে বরিশালের কোনো স্থানীয় পত্রিকা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাসে করে বিভিন্ন উপজেলায় পৌঁছাতে দেওয়া হয়নি।
সাংবাদিকদের হুমকির বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক বলেন, কিভাবে পুলিশ দ্রুত একশন নিয়েছে সেটা আপনারা দেখতে পেরেছেন। সাংবাদিকদের হুমকি যারা দিয়েছে তাদেরও দুই-এক দিনের মধ্যে আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এমএস/এনএইচআর