ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

মেয়র তাপস ও তার স্ত্রী করোনা আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
মেয়র তাপস ও তার স্ত্রী করোনা আক্রান্ত

ঢাকা: সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (১৪ জানুয়ারি) ছেলেকে নিয়ে লন্ডন যাওয়ার জন্য করোনা পরীক্ষা করলে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) মেয়র তাপস করোনা পজিটিভ রেজাল্ট আসে। এছাড়াও রোববার (৯ জানুয়ারি) তার স্ত্রীও করোনায় আক্রান্ত হন।

তিনি আরও বলেন, আগামীকাল শুক্রবার (১৪ জানুয়ারি) তার ছেলেকে নিয়ে লন্ডন যাওয়ার কথা ছিল। এজন্য তিনি করোনা পরীক্ষা করান, কিন্তু আজ তার করোনা পজিটিভ রেজাল্ট আসে। তিনি আজ সকাল থেকে অফিস করেছেন। তার হালকা কাশি রয়েছে। তবে শারীরিকভাবে তিনি অনেকটাই এখন সুস্থ রয়েছেন।

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকাবাসীসহ দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলেও জানান জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।