ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১ প্রতীকী ও সংগৃহীত ছবি

ঢাকা: রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম হাসিবুল বলে জানা গেছে।

তার বয়স আনুমানিক ১৮ বছর।

বুধবার (০১ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।  

হাসিবুলকে উদ্ধার করে ঢাকা মেকিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী রেজাউল করিম মাসুম জানান, কমলাপুলগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান ওই যুবক। তাকে উদ্ধার করে দ্রুত সাফেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের সহকর্মী মো. আলম জানান, নিহত হাসিবুলের বাড়ি যশোর শার্শা উপজেলায়। মালিবাগ ইবনে সিনা হাসপাতালে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন তিনি। থাকতেন ওই হাসপাতালেই। রাতে বাজার করতে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এজেডএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।