ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গুলশানে ভবনে লাগা আগুন নির্বাপণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
গুলশানে ভবনে লাগা আগুন নির্বাপণ

ঢাকা: রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত ডিএনসিসি মার্কেটের পাশে একটি ভবনে লাগা আগুন নির্বাপণ করা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট ৪০ মিনিট চেষ্টা করে আগুন নির্বাপণ করে।

সোমবার (২৯ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে আগুন নির্বাপণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, গুলশান-১ নম্বরে ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের সাত ইউনিট বিকেল ৪টা ৪০ মিনিটে নির্বাপণ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।  এছাড়া হতাহতের কোনো খবরও আমরা পাইনি। পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে বিস্তারিত জানানো যাবে।

তিনি আরও বলেন, সোমবার বিকেল ৪টায় আমরা আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নির্বাপণ করে।  

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
এজেডএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।