ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

হেফাজতের মহাসচিব নুরুল ইসলামের ইন্তেকাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
হেফাজতের মহাসচিব নুরুল ইসলামের ইন্তেকাল আল্লামা নুরুল ইসলাম জিহাদি

ঢাকা: হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

সোমবার (২৯ নভেম্বর) বেলা ১১.৪০ মিনিটে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।  

হেফাজতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দিন রব্বানী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাত ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে আল্লামা নুরুল ইসলামকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তখন বলেছিলেন, তার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। এজন্য তাকে প্রথমে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

তিনি আরও বলেন, হেফাজতের শনিবারের জাতীয় প্রেসক্লাবে ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়নে গত কয়েকদিন ধরেই তিনি কর্মব্যস্ত ছিলেন। রাতেও ঠিকমত ঘুমাননি। এজন্য প্রোগ্রাম শেষে মাদরাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
এমএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।