ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘কনস্টেবল নিয়োগে তদবীর করলেই অযোগ্য’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
‘কনস্টেবল নিয়োগে তদবীর করলেই অযোগ্য’ মোহাম্মাদ জায়েদুল আলম

নারায়ণগঞ্জ: শতভাগ স্বচ্ছতার সঙ্গে নারায়ণগঞ্জ জেলায় পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মাদ জায়েদুল আলম।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যে কনস্টেবল প্রার্থীর জন্য তদবীর করা হবে, তাকেই অযোগ্য হিসেবে গণ্য করা হবে। আমরা ঢাকা রেঞ্জের ডিআইজি মহোদয়ের নির্দেশনা মেনে কাজ করছি।

তদবীর আসছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, শপথ করে চাকরিতে এসেছি। যেভাবে শপথ নিয়ে পুলিশ সার্ভিসে জয়েন করেছি, সে শপথ রেখেই কাজ করে যাবো। নারায়ণগঞ্জে যোগ্যতা পরীক্ষায় সফল হয়ে টিকতে হবে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জে কনস্টেবল পদে প্রায় ৯ হাজারের মধ্যে ২ হাজার ৩০০ জনের আবেদন টিকেছে। তাদের মধ্যে সেরা ৬০জন এ জেলায় নিয়োগ পাবে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।