ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেখ রাসেল দিবসে বাইসাইকেল পেল কিশোরীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
শেখ রাসেল দিবসে বাইসাইকেল পেল কিশোরীরা

রাজশাহী: শেখ রাসেল দিবস উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে রাজশাহীতে ২০ জন আদিবাসী কিশোরী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।  

সোমবার (১৮ অক্টোবর) বিকেলে নগর ভবনে বঙ্গবন্ধু কর্নার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন।

রাসিক মেয়র বলেন, জাতীয়ভাবে সারা দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে জনতা ব্যাংক আদিবাসী কিশোরী ছাত্রীদের বাইসাইকেল প্রদান করেছে, এ জন্য তাদের ধন্যবাদ জানাই। স্কুলে যাওয়া-আসার ক্ষেত্রে সাইকেলটি তাদের অনেক উপকারে লাগবে।

মেয়র আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের সর্বত্র এখন উন্নয়ন দৃশ্যমান। দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে রাজশাহীকেও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বিসিক শিল্প নগরী-২-এর কাজ শুরু হয়ে এখন শেষ পর্যায়ে। এখানে প্রকৃত উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন জনতা ব্যাংক লিমিটেডের পরিচালক অজিত কুমার পাল, রাসিকের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন ও সচিব মশিউর রহমান।  

এ সময় জনতা ব্যাংক রাজশাহীর জিএম তাপস কুমার মজুমদার, সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামারুজ্জামান, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেনসহ জনতা ব্যাংক শাখার কর্মকর্তা-কর্মচারী রা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এসএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।