ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরগুনায় ৩ নম্বর সতর্ক সংকেত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
বরগুনায় ৩ নম্বর সতর্ক সংকেত ছবি: বাংলানিউজ

বরগুনা: উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ বাড়ছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা- উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এজন্য জারি করা হয়েছে  ৩ নম্বর সতর্ক সংকেত।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল থেকে ভারী বর্ষণ ও জোয়ারের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, বরগুনা জেলা ও অদূরবর্তী দ্বীপ এবং চরগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ