ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সন্দ্বীপে ইউপি নির্বাচনে ১০ ইউনিয়নে জয়ী আওয়ামী লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
সন্দ্বীপে ইউপি নির্বাচনে ১০ ইউনিয়নে জয়ী আওয়ামী লীগ সন্দ্বীপ উপজেলা

চট্টগ্রাম: সন্দ্বীপ উপজেলায় ইউপি নির্বাচনে ১২টি ইউনিয়নের মধ্যে ১০টিতে চেয়ারম্যান পদে জয় লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। এছাড়া একটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও আরেকটি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে সন্দ্বীপ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম এ কাদের বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে মাইটভাঙ্গা ইউনিয়নে নৌকা প্রতীকে মিজানুর রহমান মিজান, রহমতপুরে নৌকা প্রতীকে ফরিদুল মাওলা কিশোর, সন্তোষপুরে নৌকা প্রতীকে মহিউদ্দিন জাফর, গাছুয়া ইউনিয়নে নৌকা প্রতীকে আবুল খায়ের নাদিম, হরিশপুরে নৌকা প্রতীকে আবুল কাশেম মোল্যা নির্বাচিত হয়েছেন।  

এছাড়া আমানউল্ল্যা ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ও আজিমপুরে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী যুবলীগের মোঃ রকি নির্বাচিত হয়েছেন।

এর আগে ৪টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এরা হলেন, হারামিয়া ইউনিয়নে মো. জসিম উদ্দিন, বাউরিয়া ইউনিয়নে জিল্লুর রহমান, সারিকাইত ইউনিয়নে ফখরুল ইসলাম পনির এবং মগধরা ইউনিয়নে এস.এম আনোয়ার হোসেন।

সোমবার সকাল থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
এমএম/টিসি/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ