ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

খুলনার ৩৪ ইউনিয়নের ২১টিতে আ’লীগের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
খুলনার ৩৪ ইউনিয়নের ২১টিতে আ’লীগের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত খুলনা

খুলনা: খুলনার ৫টি উপজেলার ৩৪টি ইউনিয়নের মধ্যে ২১টিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। আর ৮টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ফলাফল স্থগিত রয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে স্থানীয় বিভিন্ন সূত্র ও রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, কয়রা উপজেলার আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে আমাদী ইউনিয়নে জিয়াউর রহমান, বাগালী ইউনিয়নে মোঃ আবদুস সামাদ গাজী, মহেশ্বরীপুর ইউনিয়নে শাহনেওয়াজ শিকারী, মহারাজপুর ইউনিয়নে মোঃ আবদুল্লাহ আল মাহমুদ, উত্তর বেদকাশী ইউনিয়নে মোঃ নুরুল ইসলাম সরদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া দক্ষিণ বেদকাশী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আছের আলী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

দাকোপ উপজেলার আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে দাকোপ সদর ইউনিয়নে বিনয় কৃষ্ণ রায়, কৈলাশগঞ্জ ইউনিয়নে মিহির মন্ডল, সুতারখালী ইউনিয়নে মাসুম আলী ফকির, কামারখোলা ইউনিয়নে পঞ্চানন কুমার মন্ডল, বাজুয়া ইউনিয়নে মানস কুমার রায়, বানিশান্তা ইউনিয়নে সুদেব কুমার রায় নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নির্বাচিত হয়েছেন পানখালী ইউনিয়নে সাব্বির আহমেদ, তিলডাঙ্গা ইউনিয়নে জালাল উদ্দিন গাজী। এর আগে দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নে আওয়ামী লীগের শেখ যুবরাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।  

বটিয়াঘাটা উপজেলার আমীরপুর ইউনিয়নে আওয়ামী লীগের জি এম মিলন, গঙ্গারামপুর ইউনিয়নে স্বতন্ত্র আসলাম হালদার, বালিয়াডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী শেখ মোঃ আসাবুর রহমান নির্বাচিত হয়েছেন।  

দিঘলিয়া উপজেলার আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে বারাকপুর ইউনিয়নে গাজী জাকির হোসেন নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সেনহাটী ইউনিয়নে জিয়া গাজী, গাজীরহাট ইউনিয়নে মোঃ মফিজুল ইসলাম, দিঘলিয়া সদর ইউনিয়নে মোঃ হায়দার আলী মোড়ল,  যোগীপোল ইউনিয়নে মোঃ সাজ্জাদুর রহমান লিংকন নির্বাচিত হয়েছেন। এছাড়া আড়ংঘাটা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এস এম ফরিদ আকতার নির্বাচিত হয়েছেন।

পাইকগাছা উপজেলার আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে সোলাদানা ইউনিয়নে মোঃ আবদুল মান্নান গাজী, রাড়ুলী ইউনিয়নে আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের শেখ জিয়াদুল ইসলাম জিয়া, দেলুটি ইউনিয়নে রিপন কুমার মন্ডল, লতা ইউনিয়নে কাজল কান্তি বিশ্বাস, লস্কর ইউনিয়নে কে এম আরিফুজ্জামান, কপিলমুনি ইউনিয়নে মোঃ কওছার আলী জোয়াদ্দার নির্বাচিত হয়েছেন। এছাড়া  ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে গড়ইখালী আবদুস সালাম এবং চাঁদখালী ইউনিয়নে শাহজাদা মোঃ আবু ইলিয়াস নির্বাচিত হয়েছেন।

কয়রা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হযরত আলী জানান, ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ায় কয়রা সদর ইউনিয়নের ৪ নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেওয়া হয়। সে কারণে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
এমআরএম/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।