ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় নিহত দুই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় নিহত দুই

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট চলাকালে সহিংসতায় পৃথক ঘটনায় আবুল কালাম (৪০) ও আবদুল হালিম (৩৫) নামে দু' জন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী শেখ কামাল এবং তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকদের মধ্যে ভোট জালিয়াতি নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আবুল কালাম নিহত হন।

কালাম স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থক।

অন্যদিকে কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের ৫নং ওয়ার্ড়ের পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আবদুল হালিম (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহত ১৮ জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত হালিম বড়ঘোপ ইউনিয়নের গোলদারপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে এবং ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
এসআইএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।