ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

আত্রাইয়ের ২৫০ অতিদরিদ্র পরিবারের পাশে কালের কণ্ঠ শুভসংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০২১
আত্রাইয়ের ২৫০ অতিদরিদ্র পরিবারের পাশে কালের কণ্ঠ শুভসংঘ

নওগাঁ: নওগাঁ জেলার আত্রাই উপজেলয় ২৫০ অতিদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে কালের কণ্ঠ শুভসংঘ। তাদের মাঝে ১০ কেজি চাল, তিন কেজি ডাল ও তিন কেজি আটা বিতরণ করা হয়েছে।

 

বুধবার (০৪ আগস্ট) উপজেলার কাশিয়াবাড়ী বাজার মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া সকলের মাঝে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষায় সচেতনামূলক পরামর্শ দেওয়া হয়।  

হুইল চেয়ারে বসা মহি আক্তার। বয়স ষোলোর ঘরে। জন্ম থেকেই প্রতিবন্ধী। কথা বলে মনের ভাবও প্রকাশ করতে পারে না। বাবা কৃষক। মহি ছোট বেলা থেকে বেড়ে ওঠেছে নানার কাছে। কাশিয়াবাড়ী বাজার মাঠে হুইল চেয়ারে করে নিয়ে এসেছেন নানা। কালের কণ্ঠ শুভসংঘের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় তার কাছে। মহি কথা বলতে না পারলেও খাদ্য সহায়তা পেয়ে আনন্দিত হয়েছেন নানা। তিনি বলেন, ‘তোমাঘরক অনেক ধন্যবাদ হামাক ত্রাণ দেওয়ার জন্য। দোয়া করি দুধেভাতে থাকো। আল্লা ভালো করবে। ’

মোসলেম মিয়া নামের এক ভ্যানচালক বলেন, ‘হামি ভ্যান চালাই। দিন আনি দিন খাই। কিন্তু লকডাউনের তঙ্কে ভ্যান চালাও বন্ধ। এখন ঘরত বসে আচি কিন্তু পেটতো আর কেচুই মানেনা। প্রতিদিন খাবা তো হবে। হামরা দিন আনে দিন খাওয়া মানুসেরা বিপদে পড়ে গেচি। তোমরা হামাঘরের বিপদের দিনত পাশে দাঁড়াইচিন। তোমাঘরের ভালো হক। ’

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে উপজেলার ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানবাক্স বলেন, ‘বসুন্ধরা গ্রুপ ও কালের কণ্ঠ শুভসংঘ আমাদের উপজেলাসহ সারা দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা সবাই দোয়া করি তাদের যেন আল্লাহ মঙ্গল করে। করোনা থেকে সুরক্ষিত রাখেন। বসুন্ধরা গ্রুপের মতো দেশের সকল বড় প্রতিষ্ঠান অসহায় মানুষের পাশে দাঁড়ালে লকডাউনে দেশের সকল অসহায় মানুষ ঘরে বসে খেতে পারতো। আমাদের করোনা মোকাবেলা করতে সহজ হত। তাই আমি সবাইকে বসুন্ধরা গ্রুপের মতো মানবিক সহায়তার জন্য আহ্বান জানাই। ’ 

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন- কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ফরিদুল করিম, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, আত্রাই উপজেলা শাখার সভাপতি মুজাহিদ খান, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা, শুভসংঘ রাণীনগর শাখার সভাপতি এসএম সাইফুল ইসলামসহ সেচ্ছাসেবী আব্দুস সাত্তার, আব্দুল খালেদ, সাদ্দাম, মনোয়ার হোসেন, উজ্জ্বল হোসেন।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।