ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিন তালুকদার আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০২১
মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিন তালুকদার আর নেই

টাঙ্গাইল: বাংলাদেশ প্রগতিশীল লেখক সংঘ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিন তালুকদার আর নেই।   

বুধবার (৪ আগস্ট) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

 

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

অধ্যাপক হারুন অর রশীদের নেতৃত্বে এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ জ্ঞান কোষ প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলেন শফিউদ্দিন তালুকদার। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক তার একাধিক গবেষণা গ্রন্থ রয়েছে।
তার কর্মস্থল ভূঞাপুরের নিকরাইল শমসের ফকির কলেজে প্রথম ও পরে ভূঞাপুর হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফনের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad