ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে মাদকসহ আটক যুবকের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, আগস্ট ৪, ২০২১
সৈয়দপুরে মাদকসহ আটক যুবকের জেল-জরিমানা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ছয় পিস ইয়াবাসহ আটক শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে চার মাসের কারাদণ্ড ও ৫শ' টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতর গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ আগস্ট) সকাল ৯টায় শহরের কাজীপাড়া মহিলা মাদরাসার কাছে শরিফুলের বাড়িতে অভিযান চালায়।

অভিযানে ছয় পিস ইয়াবাসহ আটক করার পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রমিজ আলম তাকে এ সাজা দেন। শরিফুল ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অন্যদের মধ্যে ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক খবির আহমেদ, ভারপ্রাপ্ত পরিদর্শক মো. আশরাফুল হক, উপ-পরিদর্শক (এসআই) জায়েদ আল জাফরী।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান বলেন, দণ্ডপ্রাপ্ত শরিফুল একজন ইয়াবা ব্যবসায়ী। তাকে দুপুরে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।