ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ডেঙ্গুবিরোধী অভিযান, ডিএসসিসিতে ২৩ মামলায় জরিমানা সোয়া ২ লাখ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, আগস্ট ৪, ২০২১
ডেঙ্গুবিরোধী অভিযান, ডিএসসিসিতে ২৩ মামলায় জরিমানা সোয়া ২ লাখ

ঢাকা: এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে নির্মাণাধীন ভবন ও বাসা-বাড়িতে অভিযান চালিয়ে ২ লাখ ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (৪ অগাস্ট) দিনব্যাপী ডিএসসিসির পাঁচজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এদিন, ভ্রাম্যমাণ আদালতগুলো ৭৭৪টি নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। এসময় মশার লার্ভা পাওয়ায় ২৩টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়ায় ২৩ মামলায় ২ লাখ ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করে তা আদায় করেন।

এছাড়া এডিস মশার লার্ভা প্রজনন উপযোগী পরিবেশ বিরাজ করায় মোট ১১টি বাসা ও নির্মাণাধীন ভবনকে সতর্ক করা হয়।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২১
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।