ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধামরাইয়ে করোনায় আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০২১
ধামরাইয়ে করোনায় আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে করোনায় আক্রান্ত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধা মো. রতন মিয়া মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

বুধবার (০৪ আগস্ট) সকাল ৯টায় মানিকগঞ্জ সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বীর মুক্তিযোদ্ধা মো. রতন মিয়া ঢাকা জেলার ধামরাই থানার চৌহাট্র ইউনিয়নের পাড়াগ্রামের মো. চেরাগ আলী মণ্ডলের ছেলে। এছাড়া তিনি বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট এস.এম.এ কালামের শ্বশুর।

রতন মিয়া পাড়াগ্রাম সিকদার বাড়ী জামে মসজিদের সভাপতি ছিলেন। ১৯৭১ সালে বাতেন বাহিনীতে যোগ দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি।
 
তার জামাতা এস.এম.এ কালাম জানান, সমাজ সেবা করেই তার জীবন কেটেছে। এক ছেলে দুই মেয়ে, স্ত্রী নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বুধবার বাদ আসর তার নিজ গ্রামে জানাজা ও গার্ড অব অনার প্রদান শেষে পাড়াগ্রাম কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad