ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাঁচবিবিতে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, আগস্ট ২, ২০২১
পাঁচবিবিতে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
 

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এতে বজ্রাহত হয়েছেন আরও তিন কৃষক।

সোমবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  
 
মৃতরা হলেন-রতনপুর গ্রামের দুলাল হোসেন (৫৫) ও একই গ্রামের মোফাজ্জল হোসেন (৫৩)।
 
স্থানীয়রা জানান, সকালে কয়েকজন কৃষক বাড়ির পাশের রতনপুর জোড়া পুকুর মাঠে কৃষি জমিতে কাজ করছিলেন। এসময় হঠাৎ বৃষ্টি হওয়ায় মাঠের মধ্যে থাকা একটি গভীর নলকূপের সেচের ঘরে আশ্রয় নেন তারা। তাদের মধ্যে দু’জন ছিলেন বারান্দায় দাঁড়িয়ে। এসময় বজ্রপাতে বারান্দায় দাঁড়িয়ে থাকা দুই কৃষকের মৃত্যু হয়। আর ঘরের ভেতরে থাকা তিন কৃষক আহত হন। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।
 
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, আগস্ট ২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।