ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গাড়ি ভাড়া বেশি নেওয়ায় গাজীপুরে মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, আগস্ট ২, ২০২১
গাড়ি ভাড়া বেশি নেওয়ায় গাজীপুরে মহাসড়ক অবরোধ গাড়ি ভাড়া বেশি নেওয়ায় গাজীপুরে মহাসড়ক অবরোধ। ছবি: বাংলানিউজ

গাজীপুর: যাত্রীবাহী পরিবহন সংকট ও গাড়ি ভাড়া বেশি নেওয়ায় গাজীপুরের শ্রীপুর উপজেলার সিএন্ডবি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (২ আগস্ট) সকালে সড়ক অবরোধ করে রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

জানা জানায়, পরিবহন সংকটের সুযোগে যাত্রীদের কাছ থেকে গাড়ি ভাড়া বেশি নেওয়া হচ্ছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে পোশাক কারখানার শ্রমিকসহ বিভিন্ন যাত্রীদের। এর প্রতিবাদে শ্রীপুর উপজেলার ২ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

ইকবাল হোসেন নামে এক কারখানার শ্রমিক জানান, ‘লকডাউনের’ কারণে যাত্রীবাহী পরিবহন সংকটে রয়েছে। যেখানে রিকশা বা অটো ভাড়া ২০ টাকা সেখানে দিতে হচ্ছে ৫০ টাকা। এরপরও পরিবহন পাওয়া যাচ্ছে না।

মোস্তফা নামে আরেক শ্রমিক জানান, যেখানে ১০ টাকা থেকে ১৫ টাকা বাস ভাড়া সেখানে রিকশা ভাড়া চাচ্ছে ১২০ টাকা। পরিবহন চালকরা যা ইচ্ছে তাই করছে। যাত্রীবাহী পরিবহন বাড়ানো এবং গাড়ি ভাড়া কমানোর দাবিতে মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ করা হচ্ছে। প্রতিদিন এভাবে ভোগান্তি মাথায় নিয়ে কারখানায় যাওয়া যায় না। প্রতিদিন এভাবে ভাড়া বেশি দিয়ে কারখানায় গেলে মাস শেষে বেতনের এসব টাকা গাড়ি ভাড়া দিয়েই শেষ হয়ে যাবে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় প্রায় আধাঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ১২০১, আগস্ট ২, ২০২১
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।