খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে সেনাবাহিনী। যার বাজারমূল্য প্রায় ১০ লাখ বলে জানা গেছে।
রোববার (১ আগস্ট) গভীর রাতে গুইমারার রাবার বাগান এলাকায় বীর মোহন ত্রিপুরার বাড়িতে অভিযান চালিয়ে সীমান্ত পথে অবৈধভাবে আসা এসব সামগ্রী উদ্ধার করা হয়।
জানা যায়, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধপথে ভারতীয় সামগ্রী পাচারের প্রস্তুতি চলছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোনের জোনলা স্টাফ অফিসার মেজর ইউছুফ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে রাবার বাগান এলাকার বীর মোহন ত্রিপুরার বাসায় অভিযান চালায়। এ সময় তার বাসায় একটি বস্তায় ভর্তি অবৈধ ভারতীয় ওষুধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। যার বাজারমূল্যে ১০ লাখ টাকা বলে জানা গেছে। আটক করা হয় বীর মোহন ত্রিপুরাকে (৫৯)।
উদ্ধারকৃত অবৈধ ভারতীয় ওষুধ সামগ্রীসহ আটককৃত বীর মোহন ত্রিপুরাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, আগস্ট ০২, ২০২১
এডি/এএটি