ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে ওয়ার্ডে ওয়ার্ডে টিকার রেজিস্ট্রেশন শুরু সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, আগস্ট ১, ২০২১
রাজশাহীতে ওয়ার্ডে ওয়ার্ডে টিকার রেজিস্ট্রেশন শুরু সোমবার

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে আগামীকাল সোমবার (২ আগস্ট) থেকে করোনা টিকার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ৭ থেকে ১২ আগস্ট কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

২৫ বছরের ঊর্ধ্বে যে কোনো নাগরিক সোমবার থেকে ৩০টি ওয়ার্ড কার্যালয়ে বিনামূল্যে করোনার টিকার রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে পারবেন।

নিবন্ধনকারীরা নির্দিষ্ট তারিখে নিজ নিজ ওয়ার্ডে করোনা টিকা গ্রহণ করতে পারবেন। প্রতিটি ওয়ার্ডে একজন স্বেচ্ছাসেবী নিবন্ধন ও ডাটা এন্ট্রি কার্যক্রমে নিয়োজিত থাকবেন।

এ লক্ষ্যে রোববার (১ আগস্ট) দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, মহানগরীর প্রতিটি নাগরিককে ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় আনতে টিকা রেজিস্ট্রেশন কার্যক্রমটি অতি জরুরি। দ্রুত সময়ে রেজিস্ট্রেশন করে নাগরিকদের টিকাদান রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মদক্ষতা প্রমাণের আরেকটি সুযোগ। এটি আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।

মেয়র বলেন, শিশু স্বাস্থ্য সেবায় অনন্য দৃষ্টান্ত রাজশাহী সিটি কর্পোরেশন। ইপিআই কার্যক্রমে পর পর ১০ বার প্রথম রাজশাহী সিটি কর্পোরেশন। সারাদেশে যার সুনাম সর্বত্র। আমরা টিকা প্রদান কার্যক্রমেও তেমন সফলতার প্রমাণ রাখতে চাই।

সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার রাজশাহীর কো-অর্ডিনেটর ডা. মো. কামরুজ্জামান জানান, রাজশাহী মহানগরীর ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শতভাগ নিশ্চিতকরণে রাজশাহী সিটি করপোরেশন উদ্যোগ গ্রহণ করেছে। টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম আরও জোরদার করতে সোমবার থেকে বিনামূল্যে ওয়ার্ড পর্যায়ে টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে। এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে রাজশাহী সিটি করপোরেশন দেশে অনন্য সিটি করপোরেশনে পরিণত হবে। আগামী ৭ থেকে ১২ আগস্ট কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইনে প্রতিটি ওয়ার্ডে নির্দিস্ট টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে।

রাসিকের শিক্ষা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা স্থায়ী কমিটির সভাপতি ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকুর সভাপতিত্বে সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. উম্মুল খায়ের ফাতিমা, ফুড অ্যান্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক উপস্থিত ছিলেন।

এদিকে, সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায় ছাড়াও সরকার নির্ধারিত সংক্রামক ব্যাধি হাসপাতাল, পুলিশ লাইন হাসপাতাল, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদানে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।